সদ্য শেষ হওয়া বিপিএলে দলকে শিরোপা জিতিয়ে ফুরফুরে মেজাজে আছেন ড্যাশিং ওপেনার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিপিএল চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেটে আর না ফেরার ইঙ্গিত দিয়েছেন এই দেশসেরা ওপেনার। তার পর থেকেই গুঞ্জন উঠেছে তাহলে কি বিসিবির কোনো দায়িত্বে আসছেন মিস্টার খান?
এবার বিষয়টি অনেকটাই খোলাসা করে দিলেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ‘নিশ্চিতভাবেই বিসিবির বড় দায়িত্বে আসতে যাচ্ছেন তামিম ইকবাল।’
তিনি বলেন, ‘ডিপিএলের নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলরশিপ কিনতে যাচ্ছেন তামিম। দল গঠন থেকে শুরু করে স্পন্সর এনে দিতেও ভূমিকা পালন করেছেন।’
তিনি আরো বলেন, ‘গঠনতত্ত্ব অনুযায়ী পরিচালক হতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হবে। কোনো একটি ক্লাবের কাউন্সিলর হতে হবে। এরপর বিসিবি নির্বাচনের প্রার্থী।’
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)