বিশাল এক হার সঙ্গী করে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি পর্ব সেরেছে বাংলাদেশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ে পাকিস্তানের ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বিশাল হার হজম করে নাজমুল হোসেন শান্তর দল।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আগে ব্যাট করে ৩৮.৪ ওভারে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান 'এ' দল।
সৌম্য সরকারের ব্যাটে শুরুটা একেবারে মন্দ হয়নি বাংলাদেশের। রান আউটে কাটা পড়ার আগে ৩৮ বলে ৩৫ রান করেছেন এই ওপেনার। পরে মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছেন দলের রানের চাকা সচল রাখতে। ৫৩ বলে তার খেলা ৪৪ রানের ইনিংসে মান বেঁচেছে বাংলাদেশের।
কারণ দলের অন্য ব্যাটাররা যে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন। বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম করেছেন ৬ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটে ১২ রানের বেশি আসেনি। মিডল অর্ডারে মুশফিক-জাকেররা ব্যর্থ হলে একপর্যায়ে দেড়শর আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।
তবে শেষদিকে তানজিম হাসান সাকিবের ২৭ বলে ৩০ রানের লড়াকু ইনিংসে কোনোমতে দুইশ ছাড়ায় বাংলাদেশের ইনিংস।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশ। পাকিস্তান ‘এ’ দলের রান একশ ছোঁয়ার আগেই ৩ উইকেট তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু বোলারদের সাফল্যের গল্প সেখানেই শেষ, সঙ্গে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও। শেষ পর্যন্ত ৭ উইকেট হাতে রেখে হেসেখেলেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)