আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালি ভারত। রোহিত শর্মাদের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমে টসে জিইতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ভয়াবহ এক দুঃস্বপ্নের মাঝে পড়তে হয় লাল-সবুজের দলকে। প্রথম পাওয়ার প্লে শেষ না হতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ধুকতে থাকে দল। সেই অবস্থা থেকে পরে দলকে মুক্তি দিয়েছে জাকের আলি-তাওহিদ হৃদয়ের ১৫৪ রানের জুটি। দলকে পথ দেখানোর পথে দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা পেয়েছেন হৃদয়। ওয়ানডেতে টাইগার এই ব্যাটারের প্রথম শতকের সুবাদে ৪৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশের হয়ে ম্যাচ ওপেন করতে নামেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। ইনিংসের প্রথম বলটি খেলেছেন তামিম। সেই বলে দৌড়ে এক রান নিয়ে তামিম স্ট্রাইক দেন সৌম্যকে। মোহাম্মদ শামির করা পরের চার বলে আর কোনো রান নেননি সৌম্য। আর শেষ বলে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সৌম্য। আউট হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি টাইগার এই ওপেনার। তিনে নেমে রানের খাতা খুলতে পারে নাই অধিনায়ক শান্ত।
চারে নেমেছিলেন মেহেদি হাসান মিরাজ। মোহাম্মদ শামির দুর্দান্ত একটা বলে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেওয়ার আগে মাত্র ৪ রান করতে পেরেছেন মিরাজ। তারপর পর পর দুই বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফেরান অক্ষর প্যাটেল।
দুজনেই অল্প টার্নে পরাস্ত হয়ে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষককে। ওপেনার তামিম অনেকক্ষণ ক্রিজে থাকার পর আউট হয়েছেন ২৫ বলে ২৫ রান করে। মুশফিক ফিরেছেন প্রথম বলেই। তারপর বাংলাদেশ এক পেরুতে পারবে কিনা সেটাই ছিল প্রশ্ন।
সেখান থেকেই হৃদয়-জাকেরের প্রতিরোধ। দুজনই অবশ্য আউটের সুযোগ দিয়েছিলেন। ভারতের ফিল্ডাররা দুজনের ক্যাচ ফেলেছেন তিনটি। ক্রিজে নেমে শুরুতে উইকেট আগলে ধরে রাখতে চেয়েছেন দুজন। রানের জন্য কোনো ঝুঁকি নিতে চাননি। তবে ফিফটি পেরুনোর পর হাত খুলেছেন দুজনই।
জাকের অবশ্য খুব বেশি সময় হাত খুলে খেলতে পারেননি। মোহাম্মদ শামির স্লো বল হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন লং-অনে। সহজ ক্যাচ তালুবন্দি করতে ভুল করেননি বিরাট কোহলি। ৬৮ রানে থেমেছে জাকেরের প্রতিরোধের ইনিংসটি। ১১৪ বল খেলে ৪টি চারের সাহায্যে এই রান করেছেন জাকের।
আটে নেমে রিশাদ হোসেন ব্যাটে ঝড় তোলার আভাস দিয়েছিলেন। অক্ষর প্যাটেলকে পর পর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে আড়াইশর ওপারে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু হারশিত রানার স্লোয়ার বুঝতে না পেরে ক্যাচ দিয়েছেন হার্দিক পান্ডিয়ার হাতে। ১২ বলে ১ চার ২ ছয়ে ১৮ রান করে ফিরেছেন রিশাদ। নয়ে নামা তানজিম হাসান সাকিব ৪ বল খেলে রান করতে পারেননি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)