দেশের ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের টুর্নামেন্ট বিবেচনায় সর্বোচ্চ আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বিপিএলের পর সবচেয়ে বেশি জাতীয় দলের ক্রিকেটার পাওয়া যায় কেবল এই ডিপিএলেই। যে কারণে ডিপিএল ভক্তদের কাছে সবসময়ই যোগ করে বাড়তি উন্মাদনা। আগামী মার্চের ৩ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ডিপিএল।
আজ শনিবার এবং কাল রোববার দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যেখানে বেশ খানিকটা এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতোমধ্যেই বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
এর মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিবরা লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে খেলবেন।
তবে দলটিকে আসন্ন ডিপিএলে নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলি। এমনটি নিশ্চিত করেছে দলটির একটি সূত্র।
এখন পর্যন্ত রূপগঞ্জের হয়ে নাম লেখানো ক্রিকেটাররা হলেন-
তানজিদ হাসান তামিম, তৌফিক খান তুষার, মাহমুদুল হাসান জয়, জাকের আলি অনিক, আকবর আলী, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, টিপু সুলতান, সামিউল বসির রাতুল, সৌম্য সরকার, সাইফ হাসান।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)