বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, এখন পর্যন্ত ব্যবসায়ীদের সেফটি সিক্রিউরিটি দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। এ অবস্থা চলতে থাকলে নতুন কারখানা এখানে আর হবে না। সরকারকে বলবো আপনারা এক্সিসটিং কারাখানাগুলো সচল রাখে দেবেন না। তাহলে নতুন কারখানা কেন হবে, কেন করবো?
রবিবার ইআরএফ ও পলিসি এক্সচেঞ্জের যৌথ আয়োজনে, পলিসি কনসিডারেশন ফর এফরডিবিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট অন ইন্ডাস্ট্রিয়াল কম্পিটিটিভনেস শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কারখানা চালাবো নাকি এখন এক্সিট করবো সে কথাও কিন্তু আপনাদেরও ভাবতে হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)