ভারতের হিন্দি সিনেমার সাড়া তোলা অভিনেত্রী শ্রীদেবী বলিউডের পাশপাশি দক্ষিণেও প্রভাব ফেলেছিলেন। সেই পথ বেছে নিয়েছেন তার মেয়ে অভিনেত্রী জাহ্নবী কাপুরও। হিন্দি ইন্ডাস্ট্রির পাশাপাশি দক্ষিণী সিনেমার দুনিয়ায় জোরেশোরে কাজ করছেন এই তরুণী। দক্ষিণের নায়ক আল্লু অর্জুনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন জাহ্নবী কাপুর।
গত বছর দক্ষিণের অভিনেতা এনটিআর জুনিয়রের সঙ্গে ‘দেভারা’ সিনেমা করে আলোচনায় এসেছেন জাহ্নবী। দক্ষিণি সুপারস্টার রামচরণেরও নায়িকা হয়েছেন তিনি। এবার আল্লুর সঙ্গী হতে চলেছেন জাহ্নবী। কয়েক বছর ধরে আল্লুর নায়িকা হিসেবে রাশমিকা মান্দানাকে দেখে অভ্যস্ত দর্শকরা। সেই ধারাবাহিকতার পরির্বতন আনতে চাইছেন নায়ক নিজেই। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘দেভারা’ সিনেমায় জাহ্নবীর অভিনয় দেখে অর্জুন এই অভিনেত্রীকে নায়িকা হিসেবে পেতে আগ্রহী হয়েছেন।
আল্লু ও জাহ্নবীকে নিয়ে সিনেমা বানাবেন পরিচালক অ্যাটলি কুমার। মাসখানেক আগে অ্যাটলির স্ত্রী প্রিয়ার জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল জাহ্নবীকে। তখন থেকেই গুঞ্জন ওঠে অ্যাটলির সিনেমায় দেখা যেতে পারে জাহ্নবীকে। সেই গুঞ্জন এবার সত্যি হতে চলেছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)