বরিশাল নগরীতে রান্না করা খাসির মাংসের সঙ্গে গরুর মাংস মিশিয়ে বিক্রির দায়ে এক রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার এ অভিযানে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী। জরিমানা দেয়া প্রতিষ্ঠানটি হলো নগরীর সদর রোডের ফাইভ এস গার্ডেন।
উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, কয়েকদিন পূর্বে একজন ভোক্তা খাবারের মধ্যে তেলাপোকা পেয়ে তাদের কাছে অভিযোগ দেয়। অভিযোগ তদন্তে গিয়ে পাওয়া গেছে খাসির মাংসের সঙ্গে গরুর মাংস রান্না করে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। তাই রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা জরিমানা ও প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
ফাইভ এস গার্ডেনের স্বত্বাধিকারী হাফিজ খলিফা বলেন, ‘না বুঝে রেস্তোরাঁর কর্মচারীরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দু:খজনক। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)