চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের। তবে বিদায়ের আগে অন্তত জয় নিয়ে মর্যাদা বাঁচানোর লড়াই করতে চায় দুই দলই। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান।
ব্যাটিং লাইনআপে বড় সমস্যা না থাকলেও পাকিস্তান দলের বোলিং বিভাগে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। তাই পেস আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া পাকিস্তানের ব্যাটিংয়ে উসমান খান ও কামরান গুলামকে খেলানোর পরিকল্পনা থাকতে পারে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
উসমান খান, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, তাইয়াব তাহির, খুশদিল শাহ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)