কমিউনিটি ক্লিনিকে কর্মরত পেশাজীবীদের সংগঠন পিরোজপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে (২৭ ফেব্রুয়ারি) জেলা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: মামুন শেখের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলার সাতটি উপজেলার বিভিন্ন সিএইচসিপি নেতৃবৃন্দ। এই সময় জেলা সিএইচসিপি এসোসিয়েশনের দীর্ঘ দিনের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সন্ধ্যার পরে সিএইচসিপি অসীম কুমারের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি-সম্পাদক পদের মধ্যে শুধু সভাপতি পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয় । সাতটি উপজেলা থেকে নির্ধারিত সভাপতি- সম্পাদকের ১৪ জন ভোটারের মধ্যে ১২ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে দুইজন প্রার্থীর মধ্যে ইন্দুরকানী উপজেলার সিএইচসিপি মামুন শেখ চার ভোট এবং কাউখালী উপজেলার সিএইচসিপি
মো: মোস্তফা তালুকদার আট ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেছারাবাদ উপজেলার সিএইচিসপি নুসরাত জাহান সুমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। পরবর্তী বৈঠকে সবার মতামতের ভিত্তিতে নির্বাচিত দু' বছর মেয়াদী এ পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে জানান সিএইচসিপি নেতৃবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ সিএইচসিপিদের স্বার্থ সংরক্ষণে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)