এমনিতেই ইনজুরির কারণে প্রথম সারির পাঁচ ক্রিকেটার নেই অস্ট্রেলিয়ার এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। যাদের মধ্যে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হেজলউড কিংবা মিচেল মার্শও রয়েছেন। স্টিভেন স্মিথের নেতৃত্বে ভিন্ন একটি দল অংশ নিচ্ছে আইসিসির এই ইভেন্টে।
এবার অস্ট্রেলিয়ার আরও এক ক্রিকেটার চোট পেলেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন অসি ওপেনার ম্যাথ্যুস শর্ট। এই চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে না পড়লেও সেমিফাইনাল খেলতে পারবেন না তিনি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)