অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন যত দেরি হবে, দেশের তত ক্ষতি হবে।
এসময় নতুন দল প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসবে এটাই স্বাভাবিক। তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)