শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

এটিএম বুথের মেশিন কেটে ৪ মিনিটেই ৪১ লাখ টাকা লুট!

অনলাইন ডেস্ক: / ৬১ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১:০৯ অপরাহ্ন

ঘটনাটি ভারতের। দেশটির তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি একটি এটিএম বুথের মধ্যে প্রবেশ করে মাস্ক পরা চার ব্যক্তি। পরে ওই বুথ থেকে ৩০ লাখ রুপি চুরি করে নিয়ে যায় তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪১ লাখ টাকারও বেশি। মাত্র চার মিনিটের মধ্যে ওই চার ব্যক্তি এটিএম বুথের মেশিন কেটে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দুইটার দিকে তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি জেলায় এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তিকে গাড়ি থেকে নেমে ওই বুথের দিকে যায়। বুথের কাছে পৌঁছানোর পর পরিচয় লুকাতে তিনি বুথের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় কিছু একটা স্প্রে করে। এরপর বিপজ্জনক মুহূর্তে সাইরেন বেজে ওঠা যন্ত্রটিরও সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে বুথের ভিতরে থাকা ক্যামেরাটি বন্ধ করতে সক্ষম হয়নি ওই ব্যক্তি। আর এতেই ধরা পড়েছে বুথের মেশিন কেটে টাকা নেওয়ার দৃশ্য।

বুথের মেশিন কাটার সময় তিনজন ব্যক্তির কাঁধে লোহার রড এবং গ্যাস কাটার দেখা যায়। অন্যজন বাইরে দাঁড়িয়ে তাদের পাহারা দেয়। মাত্র ৪ মিনিটে তারা বুথ কেটে ২৯ লাখ ৬৯ হাজার রুপি নিয়ে পালিয়ে যায়।

ওই এলাকার পুলিশের সহকারী কমিশনার রাজু স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার পরই তারা বিভিন্ন স্থানের একাধিক সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেছে। এতে দেখা যায়, পাঁচজনের একটি সংঘবদ্ধ চক্র এটিএম বুথের মেশিন কেটে টাকা নিয়ে যায়।

তিনি আরও বলেন, চক্রটিকে ধরতে পুলিশ তদন্ত চালাচ্ছে। ধারণা করা হচ্ছে এই চক্রটি আরও একাধিক স্থান থেকে অর্থ চুরি করার চেষ্টা করেছে। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir