দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। একদিকে ভারত টানা দুই চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের ফাইনাল খেলে নিজেদের টানা তৃতীয় ফাইনালের দ্বারপ্রান্তে ছিলো, অন্যদিকে টানা দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল খেলতে না পারার আক্ষেপ ঘুচতে মাঠে নেমেছিলো অস্ট্রেলিয়া।
টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। মেথিউ শর্ট এর ইনজুরিতে স্কোয়াডে জায়গা পাওয়া কুপার কনোলি আজ ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে নামেন। কুপারকে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরিয়ে ভারতকে শুভসূচনা এনে দেন মোহাম্মদ শামি। প্রথম বলে জীবন পেয়ে ধ্বংসাত্মক হয়ে ওঠেন ট্রাভিস হেড, তবে বরুণ চক্রবর্তীর খেলা প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ট্রাভিস হেড। ভারতের সঙ্গে বরাবর ভালো খেলা হেড এদিন ৩৩ বলে ৩৯ রান করেন। তবে অধিনায়ক স্টিভেন স্মিথ এক প্রান্ত আগলে রেখে খেলার হাল ধরে৷ জুটি বাঁধেন মার্নাস লাবুশানে, জস ইংলিস ও অ্যালেক্স ক্যারির সঙ্গে। ব্যক্তিগত ৭৩ রানে শামির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেন স্মিথ। এরপর ম্যাক্সওয়েলও আউট হয়ে গেলে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তবে বাকিদের আসা-যাওয়ার মিছিলে অ্যালেক্স ক্যারি দুর্দান্ত অর্ধশতক তুলে অস্ট্রেলিয়ার স্কোরটাকে ২৬৪ পর্যন্ত নিতে সাহায্য করেন। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান মোহাম্মদ শামি, দুটি করে উইকেট পান জাদেজা ও বরুণ।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জীবন পান রোহিত শর্মা। তবে দুটি জীবন পেয়েও ২৮ রানের বেশি করতে পারেননি ভারতের অধিনায়ক, অন্য ওপেনার গিলও এদিন ফিরে যান মাত্র ৮ করে। দলের হাল ধরেন ভিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার৷ দুইজনের ৯১ রানের জুটিতে ম্যাচের গতিবেগ নিজেদের দিকে নিয়ে আসে ভারত৷ আইয়ার ৪৫ রানে বিদায় নিলে ভিরাট কোহলিকে যোগ্য সঙ্গ দেয় আক্সার প্যাটেল। আক্সার ফিরে যাওয়ার পর কে এল রাহুলকে নিয়ে জয়ের বন্দরে যেতে থাকেন ভিরাট। তবে সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে থেকে ৮৪ রানে আউট হয়ে যান ভিরাট কোহলি। শেষদিকে হার্দিকের ক্যামিও ও কে এল রাহুলের দৃঢ়তায় জয় তুলে নেয় ভারত।
স্কোরকার্ড:
অস্ট্রেলিয়া : ২৬৪/১০
(স্মিথ ৭৩, ক্যারি ৬১, শামি ৩/৪৮)
ভারত: ২৬৫/
(কোহলি ৮৪, শ্রেয়াস ৪৫, রাহুল ৪২*, এলিস ২/৪৯)
ফলাফল: ভারত ৪ উইকেটে জয়ী
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)