সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ খেলতে যাচ্ছেন বাংলাদেশের টেপ টেনিস ক্রিকেট তারকারা। বাংলাদেশ থেকে ২৪ জন ক্রিকেটার যাচ্ছেন সৌদি আরবে টেপ টেনিস ক্রিকেট লীগ ২০২৫ খেলতে। এই প্রিমিয়ার লীগে থাকছেন হেলিকপ্টার বাবলু ডিজে রনি সহ আরো অনেক টেপ টেনিস তারকারা। এই প্রিমিয়ার লীগ বাংলাদেশের টেপ টেনিস তারকাদের আন্তর্জাতিক পরিসরে নিতে এই উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের স্বনামধন্য ক্রিড়া সংগঠক মকবুল পাটোয়ারী।
এরই মধ্যে সৌদি আরবে যাবেন ২৪ জন ক্রিকেটারের সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। ১০ শে এপ্রিল এই টুনামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। উপ মহাদেশের মধ্যে আরো কয়েকজ টেপ টেনিস তারকা এই টুনামেন্ট খেলতে যাবেন। মরুর বুকে এই টুনামেন্টে ঝড় তুলতে যাচ্ছেন বাংলাদেশের এই তারকারা।
এই টুনামেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশের টেপ টেনিস তারকাদের উন্নতি হবে। অন্যদেশে তারা আরো কিছু অর্জন করে আসতে পারবে। এই টুনামেন্টের কারনে তাদের অন্য দেশের খেলার অভিজ্ঞতা বাড়বে।
মূলত সৌদি প্রবাসি বাংলাদেশীদের এক মিলন মেলা হবে এই আয়োজনের মধ্য দিয়ে। সেই সাথে মরুর বুকে চার ছক্কার আলো ছড়াবে বাংলাদেশের এই টুনামেন্ট। এই টুনামেন্টের মাধ্যমে বাংলাদেশের টেপ টেনিস তারকাদের আয় রোজগার বাড়বে। এই টুনামেন্ট যেন ভালো কিছু অর্জন করে বাংলাদেশের টেপ টেনিসে আরো অনেক ভূমিকা রাখতে পারে।
এই টুনামেন্টের সভাপতি মকবুল পাটোয়ারী মনে করেন এই টুনামেন্ট বাংলাদেশ – সৌদির মাঝে ক্রিকেটের এক নতুন মাইল ফলক তৈরি করবে। যা সৌদি ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দেশবাসী ও প্রবাসীদের কাছে এই টুনামেন্টের সর্বাত্মক সফলতা কামনা কবেরন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)