চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি’র জনসংযোগ বিভাগের এসআই মো. ইমরান হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা এবং বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে ৩৩ জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন-মো. হাসান মুরাদ (৪২), মো. উমর ফারুক প্রকাশ ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), মো. সাজ্জাদ হোসেন রিফাত প্রকাশ রাশেদ (২৫), মো. গোলজার হোসেন (৫৮), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুল আজিজ (৪৭), মো. মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), মো. শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), মো. শাহিন কবির (২৭), মো. বেলাল হোসেন প্রকাশ রাশেদ হেলাল (৪০), মো. ইব্রাহিম (৩৪), মো. সোহাগ (৩৮), মো. সাকিব (১২), মো. নয়ন (১৯), মো. জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), মো. রাব্বি (১৯), মো. আবুল কাশেম (৪০), রবিউল হাসান প্রকাশ বাবু, মো. আজাদ (২২), মো. রাজু (৩০), মো.বাবলু (৩২), মো. নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম প্রকাশ ফেরদৌস (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), মো. সুমন (৩২), মো.ফয়সাল (৩৪) ও মো. আরমান (৩৫)।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)