সারাদেশে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
এতে কলেজের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া। আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই।
কান্দিরপাড় পূবালী চত্বর এলাকার বিভিন্ন সড়কে ধর্ষণবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে টাউন হল থেকে পুলিশ লাইন পর্যন্ত যান তারা। সেখান থেকে মিছিল নিয়ে আবার পূবালী চত্বরে এসে সমবেত হন শিক্ষার্থীরা। এ সময় পূবালী চত্বরে এক প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশের সব নারীদের নিরাপত্তা এখন একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মাসগুলোতে দেশজুড়ে সমাজের সবস্তরের নারীদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, ধর্ষণ, গণপিটুনি ও সাইবার বুলিংয়ের উদ্বেগজনক ঘটনা ঘটছে। এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।
এসময় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ঊর্মিলা প্রীতি, ইতিহাস বিভাগের মাকসুদা সুলতানা, জাহিদুল ইসলাম, সামি ও তানজীরসহ আরও অনেকে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)