আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। তবে শুরুর সেই আধিপত্য ধরে রাখতে পারেনি কিউইরা। পেস হটিয়ে স্পিন আনার পর থেকেই কিউই ব্যাটিং লাইনের ওপর দাপট দেখাতে শুরু করে ভারত। তবে ভারতের স্পিনের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে কিউইরা। ড্যারেল মিচেলের লড়াকু ইনিংস এবং মিচেল ব্রেসওয়েলের ঝড়ো ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে দলটি।
রবিবার (৯ মার্চ) দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে নিউজিল্যান্ড।
ওপেনার রাচিন ২৯ বলে ৩৭ রান করেন চারটি চার ও একটি ছক্কায়। এরপর অনেকক্ষণ একপ্রান্ত আগলে রাখা ড্যারিল মিচেল ফিফটি তুলে খেলেন সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস। তার ১০১ বলের ধীরগতির ইনিংসে চার তিনটি। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের আক্রমণাত্মক হাফসেঞ্চুরিতে কিউইরা আড়াইশ পার করে। তিনি ৪০ বলে তিনটি চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ৫৩ রানে।
ইনিংসের ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিনার আনেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর একাদশ থেকে ৪৩তম ওভার পর্যন্ত স্পিনাররাই একটানা বল করেন। কুলদীপ যাদব ২ উইকেট নেন ৪০ রানে। বরুণ চক্রবর্তী ৪৫ রানে ২উইকেট। এছাড়াও ৩০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। উইকেট না পেলেও ৮ ওভারে ২৯ রান দিয়েছেন অক্ষর প্যাটেল।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)