প্রথম লেগে তিন গোল হজমের পর ঘরের মাঠে ‘মিরাকলের’ আশায় ছিল বায়ার লেভারকুজেন। কিন্তু তেমন একটা লড়াই করতেই পারল না তারা। তাদের ফের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (১১ মার্চ) রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতায় শেষ আটের মঞ্চে এখন ভিনসেন্ট কোম্পানির দল। তাদের জয়ের নায়ক হ্যারি কেইন। নিজে একটি গোল করার পর আলফুঁস ডেভিসের গোলে অবদান রাখেন ইংলিশ তারকা।
এই নিয়ে টানা ষষ্ঠ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠল বায়ার্ন। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। এদিন গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। সফরকারীদের ফ্রি-কিক বক্সে ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। কাছ থেকে জালে পাঠান ইংলিশ স্ট্রাইকার।
প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ১০ গোল করার কীর্তি গড়লেন কেইন। তার আগে এক আসরে সর্বোচ্চ ৭ গোল ছিল স্টিভেন জেরার্ডের, ২০০৮-০৯ মৌসুমে লিভারপুলের হয়ে। ৭১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিস।
কেইনের ক্রস থেকে বক্সে হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন কানাডার এই ডিফেন্ডার। ৮১ থেকে ৮৬, পাঁচ মিনিটের মধ্যে মুসিয়ালার দুইটি প্রচেষ্টা প্রথমে ক্রসবার, পরে পোস্টে বাধা পায়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)