এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে লোকেশ রাহুল। নিলাম থেকে এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে নেয়ার পর থেকেই এমনটাই আলোচনা চলছে।
তবে এবার ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রাহুল। কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দলটির শিরোপা জিততেও বড় ভূমিকা রেখেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ভারতীয় গণমাধ্যমের মতে রাহুল অধিনায়কত্ব না নিলে অক্ষর প্যাটেল পেতে পারেন দলটির গুরু দায়িত্ব। রাহুল আপাতত নিজের খেলার দিকেই মনোযোগ দিতে চান। দলের জন্য যতটুকু সম্ভব অবদান রাখতে চান। সে কারণেই অধিনায়কের বাড়তি বোঝা দিতে চান না রাহুল।
এবারের আইপিএলের মেগা নিলাম থেকে রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল দিল্লি। সেই থেকে ধারণা করা হচ্ছিল তার কাঁধেই অধিনায়কত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে অধিনায়কত্ব করার বিস্তর অভিজ্ঞতা আছে রাহুলের।
এর আগে ২০২০-২১ সালে রাহুল পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন রাহুল। এরপর ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন এই টপ অর্ডার ব্যাটার। এবার তিনি যোগ দিলেন নতুন দল দিল্লিতে। আইপিএল মানেই যেন রাহুলের ব্যাটে রানের ফোয়ারা।
২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএলের সাত মৌসুমের মধ্যে ৬টিতে তিনি ৫০০ বা তার বেশি রান করেছেন। রাহুল অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিতভাবেই অক্ষর প্যাটেলের দিকে ঝুঁকতে যাচ্ছে। যদিও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)