বরিশাল প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম এ কারাদণ্ড দেন।
দণ্ডিত রেজাউল করিম উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামের মৃত আদম আলী সরদারের ছেলে। পশ্চিম সাতলা গ্রামের মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিতেন তিনি।
নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম বলেন, অস্তিত্ববিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সনদধারী ভুয়া এমবিবিএস চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও ক্লিনিকে যাবতীয় কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, উজিরপুর উপজেলার প্রত্যন্ত পশ্চিম সাতলা গ্রামে মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক পরিচয়ে জটিল বিভিন্ন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার করতো। কখনো নিজেকে সাংবাদিক, টিভি চ্যানেল ও পত্রিকার মালিকও পরিচয় দিতো সে। গত ২৭ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তার ক্লিনিকে অভিযান করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানাও করেছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)