অনলাইন ডেস্ক :
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানে এগিয়ে আছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
অপরাজিত মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম আজ তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন। অবশিষ্ট উইকেটের সুবাদেই বড় লিডের স্বপ্ন দেখছেন সেঞ্চুরিয়ান ওপেনার সাদমান ইসলাম।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, ‘আমরা মোটামুটি যদি ৩০০ (রান করতে পারি), এখন তো মিরাজ, তাইজুল ভাই আছে। ওরা দুইজনই ভালো ব্যাট করে। ওদের থেকে যদি ভালো জুটি যদি হয়, তাহলে অবশ্যই আমাদের এটা খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনে উইকেট কেমন হয় (দেখা যাক), আমাদের বোলাররা ভালো বল করলে অবশ্যই (সিরিজে) ভালোভাবে কামব্যাক করব ইনশা-আল্লাহ।’
এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৬৪ রানের। তৃতীয় দিন লিডটাকে আরও বাড়িয়ে নেওয়ার কথা জানালেন সাদমান, ‘মিরাজ-তাইজুল ভাই যদি ওরা ভালো একটা জুটি গড়ে দেয়, ১০০+ (লিড) হয় আমাদের জন্য ভালো হবে আরকি।’
শেষ বিকেলে বাংলাদেশের দ্রুত উইকেট হারানো নিয়েও আফসোস ঝরেছে বাঁ-হাতি এই ওপেনারের কণ্ঠে, ‘আমাদের খেলায় বেশ ভালোর দিকে ছিলাম। ৩ উইকেট একটু বেশি হয়ে গেছে। উইকেট না গেলে হয়তো ১০০+ রানের লিডে থাকতাম। কালকে ইনশা-আল্লাহ দেখা যাক কী হয়।’
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)