বকশিসের ১০০ টাকার জন্য সহকর্মীকে হত্যার ঘটনায় গোলাম রাব্বী (২২) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
রায়ের সময় আসামি রাব্বী আদালতে উপস্থিত ছিলেন না। রাব্বী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।
জানা গেছে, ২০২৩ সালের ১০ মে সকাল ৮টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিসের ১০০ টাকার ভাগ-বণ্টনের জের ধরে সৃষ্ট দ্বন্দ্বে রাব্বী তার সহকর্মী কাজী মারুফফে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পর মারুফের মৃত্যু হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
ফুটেজে দেখা যায়, পাম্পের ভেতর একটি টুলে রাব্বি ও তার সঙ্গে দুইজন যুবক বসে আছেন। এ সময় মারুফ পানির বোতল থেকে পানি খেতে খেতে রাব্বিকে কিছু বলছিলেন। পরে রাব্বী স্বাভাবিকভাবেই হেঁটে পাম্পের ভেতরের একটি কক্ষে গিয়ে ফল কাটার ছুরি আনেন। ধীরে ধীরে হেঁটে মারুফের সামনে গিয়ে বুকে তিনবার ছুরিকাঘাত করেন। এতে রক্তক্ষরণে পাম্পের মধ্যেই মারা যান মারুফ। রাব্বী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনার পর নিহতের মা মিনুয়ারা বেগম বাদী হয়ে রাব্বীকে আসামি করে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার রায় আজ প্রকাশ করেছেন আদালত।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী এপিপি বিল্লাল হোসেন বলেন, ঘটনাটি মর্মান্তিক। আমরা আদালতকে সিসিটিভি ফুটেজসহ সব দলিলাদি উত্থাপন করেছি। স্বাক্ষ্য-প্রমাণে রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে যে, রাব্বীই মারুফকে হত্যা করেছে। আমরা আশা করি উচ্চ আদালত এই রায় অব্যাহত রাখবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)