জিম্বাবুয়ের বিপক্ষে চলতি মাসে ঘরের মাঠে অনুষ্ঠেয় একমাত্র টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক বেন স্টোকস।
গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন স্টোকস। এরপর অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় এই অলরাউন্ডারকে। এখনও কাউন্টি দল ডারহামের হয়ে মাঠে নামেননি ৩৩ বছর বয়সী স্টোকস, তবে ২২ মে ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া টেস্টে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডকে। পাঁচ দিনের পরিবর্তে এই টেস্টটি হবে চারদিনের।
দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এসেক্সের ডানহাতি পেসার স্যাম কুক। ইনজুরির কারণে ছিটকে পড়া মার্ক উড ও ব্রাইডন কার্সের অনুপস্থিতিতে কুকের টেস্ট অভিষেকের সুযোগ তৈরি হয়েছে। ২৭ বছর বয়সী এই বোলার প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৮ ম্যাচে ২০-এর নিচে গড়ে নিয়েছেন ৩১৮ উইকেট। ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচে ১৩ উইকেট শিকার করে নজর কাড়েন নির্বাচকদের।
তালিকায় আরও একটি নতুন মুখ হলেন ব্যাটার জর্ডান কক্স। ইংল্যান্ডের হয়ে ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ব্যাটসম্যান ৫৬টি প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ৩ হাজার৪৪৯ রান।
দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন পেসার জশ টাঙ্গ। ২০২৩ সালের অ্যাশেজ সিরিজের পর এটিই তার প্রথম জাতীয় দলে অন্তর্ভুক্তি।
২০০৩ সালের পর এই প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। এই টেস্ট দিয়েই ঘরের মাঠে ইংল্যান্ডের ব্যস্ত মৌসুম শুরু হবে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এবং ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ রয়েছে ইংলিশদের সামনে।
ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টাঙ্গ
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)