কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার একজন রুকন ও এক কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শনিবার দলটির কুড়িগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত দু’জন হলেন জামায়াতের রুকন জাহেদুল ইসলাম জুয়েল এবং কর্মী রাজু আহমেদ। তারা দু’জন জামায়াতের কুড়িগ্রাম শহর শাখার দায়িত্বশীল ছিলেন।
কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের বিরুদ্ধে কলেজটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা এবং বিভিন্ন সামাজিক কাজের নামে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জামায়াত।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মো. জাহেদুল ইসলাম জুয়েল শহর জামায়াতের রুকন এবং রাজু আহমেদ একজন কর্মী ছিলেন। জানা গেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক কাজে অনৈতিক আর্থিক লেনদেনের সত্যতা পাওয়া যায়, যা সংগঠনের শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থি।
এ কারণে শহর কর্মপরিষদের সুপারিশে এবং ১ মে জেলা কর্মপরিষদ বৈঠকের অনুমোদনে জাহেদুল ইসলাম জুয়েল ও রাজু আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)