গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দুই চিহ্নিত হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটার।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টা থেকে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রথমে অভিযুক্ত হ্যাকার জুয়েলের বাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় একটি ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, একাধিক অ্যান্ড্রয়েড ও বাটন ফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের অসংখ্য সিম কার্ড এবং নগদ টাকা। তবে অভিযানকালে জুয়েল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তী ধাপে একই গ্রামের আরেক হ্যাকার রনির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় সিম কার্ড, হার্ডড্রাইভ, পেনড্রাইভ, ব্যক্তিগত কম্পিউটার, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংবলিত ডায়েরি। রনিও অভিযানের সময় বাড়িতে অনুপস্থিত থাকায় তাকে আটক করা যায়নি।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে জুয়েল ও রনি বিভিন্ন সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকলেও এতদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যৌথবাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)