দিনাজপুরের খানসামা উপজেলার তেবাড়িয়া আলীম মাদ্রাসা মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে এবং এমটিবি ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এলাকার প্রায় ৭ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষার মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করে বিনামূল্যে লেন্সসহ ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম জাকির হোসেন, এমটিবি ফাউন্ডেশনের প্রতিনিধি আব্দুল জব্বারসহ স্থানীয় স্বেচ্ছাসেবকগণ।
এদিন প্রায় ৪শ চক্ষু রোগীদের মধ্যে প্রয়োজনীয় চশমা ও ঔষধ বিতরণ করা হয়। চক্ষু সেবা নিতে আসা রোগীরা এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)