আসন্ন এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে ভারত খেলবে না বলে যে সংবাদ ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিভিন্ন গণমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ায় মঙ্গলবার ক্রিকবাজকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।
তিনি বলেন, আজ সকাল থেকেই বেশ কিছু সংবাদমাধ্যমে বিসিসিআইয়ের এশিয়া কাপ ও মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের খবর প্রচারিত হচ্ছে। এসব খবর পুরোপুরি ভিত্তিহীন। বিসিসিআই এখন পর্যন্ত এমন কোনো আলোচনা করেনি বা এসিসিকে কোনো চিঠিও দেয়নি।
সাইকিয়া আরও জানান, বিসিসিআইয়ের বর্তমান অগ্রাধিকার হচ্ছে চলমান আইপিএল ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ, পুরুষ ও নারী-দুই দলের জন্যই।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে এশিয়া কাপ ও আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। এই প্রেক্ষাপটে বিসিসিআইয়ের এমন বিবৃতি তাৎপর্যপূর্ণ।
সাইকিয়া স্পষ্ট করে বলেন, এসিসির কোনো টুর্নামেন্টই এখনো বিসিসিআইয়ের কোনো আলোচনায় আসেনি। কাজেই এসব সংবাদের কোনো ভিত্তি নেই। ভবিষ্যতে এমন কোনো আলোচনা হলে বা সিদ্ধান্ত নেওয়া হলে বিসিসিআই তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানাবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)