পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙ্গে যাওয়ায় যাতায়াত ভোগান্তিতে পড়েছে ১৫ গ্রামের মানুষসহ কুয়াকাটায় আগত পর্যটকরা।
সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে এ আয়রণ ব্রীজ নির্মান করে এলজিইডি। প্রায় ৫ বছর আগে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও এটি নির্মাণে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জোয়ার-ভাটায় লবনাক্ত পানি প্রবাহিত হওয়ায় সেতুটি লোহার অ্যাঙ্গেল মরিচা ধরে নষ্ট হয়ে যায়। এছাড়া কংক্রিটের স্ল্যাপগুলো জীর্ণ দশায় পরিণত হয়। ২০২১ সালে সেতুটি পরিত্যক্ত ঘোষণা করে এলজিইডি।
ব্রিজ লাগোয়া বাসিন্দা তানভীন বলেন, সকালে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এরপর দেখি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে গেছে এবং ধোঁয়া উড়ছে।
একই এলাকার বাসিন্দা খান এ রাব্বি বলেন, ব্রিজটি ভেঙ্গে পড়ায় ১৫ গ্রামের অন্তত: ১৫ হাজার মানুষসহ পর্যটকরাও দুর্ভোগে পড়েছে। এ ব্রিজটি পার হয়ে কুয়াকাটায় আগত পর্যটকরা বৌদ্ধ মন্দিরে ঘুরতে যায়। এছাড়া স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয়রা চলাচল করেছিল। তাই দ্রুত সময়ের মধ্যে নতুন করে সেতুটি নির্মাণের দাবি জানান তারা।
উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক সাংবাদিকদের জানান, ভেঙ্গে যাওয়া এ সেতুসহ উপজেলার ঝুঁকিপূর্ণ ৫ টি সেতু নির্মাণে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)