আবহাওয়ার অনিশ্চয়তার কারণে বদলে গেল আইপিএল ২০২৫-এর প্লে-অফ ও ফাইনাল ম্যাচগুলোর ভেন্যু। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বৃষ্টির শঙ্কায় তা স্থানান্তর করা হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ২ ম্যাচটিও, যা নির্ধারিত ১ জুন।
মঙ্গলবার (২০ মে) একাধিক বৈঠকের পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ সিদ্ধান্ত জানায়।
কর্মকর্তারা জানান, বর্ষার আগমনের ফলে দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ম্যাচগুলোকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এক কর্মকর্তার মন্তব্য, “যুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আবহাওয়া।”
প্রথমে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর ম্যাচের জন্য হায়দরাবাদ এবং ফাইনাল পর্বের জন্য কলকাতাকে ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছিল। গতবার চ্যাম্পিয়ন হওয়ায় ইডেনে ফাইনাল আয়োজনের দাবি তোলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। কিন্তু সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়।
নতুন সূচি অনুযায়ী, প্লে-অফের প্রথম দুটি ম্যাচ—২৯ ও ৩০ মে—অনুষ্ঠিত হবে মুল্লানপুর, নিউ চণ্ডীগড়ে। এছাড়া ২৩ মে'র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে।
বিসিসিআই জানিয়েছে, আগামী ১৫ দিনে আহমেদাবাদ ও নিউ চণ্ডীগড়ে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে কম। তাই প্লে-অফ ও ফাইনালের জন্য এই দুই ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে নিরাপদ বিকল্প হিসেবে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)