ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়ে পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্স। সাকিব আল হাসান উইকেটশূন্য থাকলেও তিন উইকেট নিয়ে রিশাদ হোসেন ভেঙে চুরমার করে দেন ইসলামাবাদের মিডল অর্ডার। রিশাদ হোসেন তিন ওভারে ৩৪ রান খরচায় নেন তিন উইকেট। তাতে ২০৩ রানের বড় টার্গেটে নেমে ১০৭ রানে থামে ইসলামাবাদ ইউনাইটেড।
আগে ব্যাট করে মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরার হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২০২ রান করে লাহোর। সাকিব এদিনও ডাক মারেন। রিশাদ ২ বল খেলে ৫ রানে দলীয় স্কোর দুইশ পার করেন।
লক্ষ্যে নেমে সালমানের বলে পাওয়ার প্লেতেই ৩৩ রানে চার উইকেট হারায় ইসলামাবাদ। সাকিব সপ্তম ওভারে বল হাতে নিয়ে ৯ রান দেন। পরের ওভারে রিশাদও খরুচে ছিলেন, দেন ১৪ রান। ইসলামাবাদকে প্রতিরোধ গড়ে দেওয়া সালমান আগাকে দশম ওভারে ফিরিয়ে ব্রেকথ্রু আনেন তিনি। তারপর ১২তম ওভারে বল হাতে নিয়ে অধিনায়ক শাদাব খানকে (২৬) ফেরান। তিন বল পর জেমস নিশামকে নিজের তৃতীয় শিকার বানান রিশাদ। শাদাব ও সালমান কেবল দুই অঙ্কের ঘরে রান করেন।
৯৫ রানে সাত উইকেট হারানো ইসলামাবাদ অসহায় আত্মসমর্পণ করে। তারপর নাসিম শাহ ও টাইমাল মিলসকে ফিরিয়ে বড় জয়ের সুবাস পেতে থাকে লাহোর।১৬তম ওভারের প্রথম বলে শাহীন আফ্রিদি হায়দার আলীকে ফিরিয়ে জয় নিশ্চিত করেন।
সালমান, রিশাদ ও শাহীন সমান তিনটি করে উইকেট নেন। রিশাদ তিন ওভারে ৩৪ রান দিয়ে সবচেয়ে খরুচে ছিলেন। সাকিব তিন ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)