দিনাজপুরের বীরগঞ্জে শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাই সামিয়েল মার্ডি (৩৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্ত্রী ও প্রতিবেশী শ্যালক ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৩ মে শুক্রবার গভীর রাত ১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে। নিহত শাশুড়ী বাহা বেসরা (৫৫) মৃত বুদরা হাসদার স্ত্রী।
আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা এবং প্রতিবেশী সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সাথে স্ত্রী মিনি হাসদার দাম্পত্য জীবনে কলহ চলে আসছিল। এর এক পর্যায়ে মিনি হাসদা বাবার বাড়ী চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে সামিয়েল মার্ডি ক্ষিপ্ত হয়ে ২৩ মে শুক্রবার গভীর রাত ১টার দিকে শ্বশুর বাড়ীতে গিয়ে শ্বাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই বাহা বেসরা মারা যায়। এ সময় স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং শ্যালক বিকাশ কিস্কু (৩৫) এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে আহত করে। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সংবাদ পেয়ে রাত ২টায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর এর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে ২ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে অভিযুক্ত সামুয়েল মাডি কে গ্রেপ্তার করে।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করা হয়েছে। নিহত মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)