ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সেই চোটে আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়েন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের বিকল্প হিসেবে পরে খালেদ আহমেদকে দলে ডেকেছে বিসিবি।
মুস্তাফিজ না থাকায় স্বাভাবিকভাবেই তারকা এই পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, মুস্তাফিজ এখন সিনিয়র। আপনি তো আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’
তাসকিন ও মুস্তাফিজ না থাকায় কিছুটা ব্যালেন্স নেই পেস ইউনিটে। সিরিজ শুরুর আগে এমনই দাবি করেন সিমন্স, ‘আমার মনে হয় এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুইজন সিনিয়র বোলার না থাকায় হয়ত পুরোপুরি ব্যালেন্সটা নেই।’
এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন হিসেবে শন টেইট। সোমবার লাহোরে দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে দলের সঙ্গে ছিলেন টেইট৷
দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। বাংলাদেশ দল যেহেতু পাকিস্তানে সফরে গেছে সেখানেই যোগ দিয়েছেন মুশতাক। তিনি পাকিস্তানি হওয়ায় এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)