প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৪, ২০২৫, ১০:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৫, ৬:৩৬ পি.এম
অনুমোদন ছাড়া স্কুলের গাছ কাটা ও অর্থ আত্মসাতের প্রমাণ পেল তদন্ত কমিটি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে অনুমোদন ছাড়াই সরকারি স্কুলের গাছ কাটা ও বিভিন্ন প্রকল্পের অর্থ-আত্মসাত ও দুর্নীতির ঘটনা তদন্তে সত্যতার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি প্রধান সিরাজগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক। এলাকাবাসীর গণ স্বাক্ষরিত অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে গত রবিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করেন তদন্ত কমিটি। তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে তদন্ত কর্মকর্তা ফজলুল হক গণমাধ্যম কর্মীদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
তদন্ত কমিটি প্রধান সিরাজগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক গণমাধ্যম কর্মীদের আরও জানান, জেলাধীন উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন দুলাল এর বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে মোঃ শাহ জামাল ও জাহাঙ্গীর আলম নামের দুই ব্যক্তি উদ্ধর্তন কতৃপক্ষের কাছে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সরকারের অনুমোদন ছাড়া স্কুলের ২১ টি গাছ কাটার অভিযোগ এনে পৃথক দরখাস্ত দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় কার্যালয় আমাকে (ফজলুল হক) ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলাল হোসেন কে প্রধান করে দু'টি পৃথক তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি তদন্ত শেষে এলাকাবাসীর অভিযোগ অনেকাংশ সত্য বলে জানিয়েছেন তারা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)