সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত ফুড কালার ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বাজারজাত করার দায়ে এক ফ্যাক্টরিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ শিশু খাদ্য ধ্বংস করা হয়।
মঙ্গলবার (০৩ মে) বিকেলে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার খোকসাবাড়ি এলাকায় রেইনবো আইস ললি ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন জেলার নির্বাহি ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন।
সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন সূত্র জানায়, শহরে বিভিন্ন আইসক্রিম কারখানায় অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরী এবং বাজারজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। এ সময় ফ্যাক্টরিতে অননুমোদিত ফুডকালার দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি ও বাজারজাত করায় মালিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে ৫০ বস্তা আইস ললি ও তিন হাজার ভেজাল ধ্বংস করা হয়।
এসকল পণ্য শিশুদের জন্য ক্ষতিকর এবং এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।
এ ধরনের অভিযান চলমান থাকবে বলে ১১ পদাতিক ডিভিশন সূত্র থেকে জানা যায়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)