‘নাটোর জেলার উন্নয়ন ভাবনা’ শীর্ষক কর্মশালা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভননা নিয়ে বক্তব্য রাখেন, নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সদর উপজেলা নিবার্হী অফিসার আখতার জাহান সাথী, জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল হক সরকার, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সিনিয়র সাংবাদিক মুক্তার হোসেন, হালিম খান, আল মামুন ও মাহবুব হোসেন প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় জেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। কর্মশালায় জেলা প্রশাসক বলেন, ঐতিহ্যবাহী নাটোরকে নান্দনিক নাটোর হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করা হয়েছে। এই লক্ষ্যে পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগানো, যাদুঘর স্থাপনসহ রাজবাড়ির উন্নয়ন, ইকো পার্ক স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, ফ্লাইওয়ে নির্মাণ, যানজটমুক্ত ও পলিথিনমুক্ত শহর স্থাপন, পাইপ লাইনে গ্যাস সরবরাহ এবং সকল জলাধারে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। কর্মশালায় উপস্থাপিত প্রস্তাবনাসমূহকে পরিকল্পনা আকারে প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)