সিরাজগঞ্জের শাহজাদপুরে কাপড় ব্যবসায়ী ও বিএনপি নেতা আজমীর হোসেন বিপুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে উপজেলা ও পৌর যুবদল।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম। তারা বলেন, “হত্যাকাণ্ডের দুই মাস অতিক্রম হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি-এটি অত্যন্ত দুঃখজনক।”
তারা আরও জানান, গত ১৮ এপ্রিল পৌর শহরের রামবাড়ি মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইয়াবা ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে আজমীর হোসেন বিপুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রোশন (রোশনাই), নিহত বিপুলের বড় ভাই হাজী নুরুজ্জামান, মেজ ভাই মকবুল, নিহতের ছেলে আরমান, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, ফজলু, রবু, ছালামসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)