ধারণ ক্ষমতার অতিরিক্ত কয়লা বোঝাই ট্রাক নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে পিরোজপুর-কলারন মহাসড়কের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ মালবাড়ি বেইলি সেতু। শুক্রবার (২০ জুন) রাত আনুমানিক তিনটার দিকে এ ঘটনা ঘটে।
সেতুটি ভেঙে পড়ায় শুক্রবার ভোর রাত থেকে দুপাড়ের সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সন্ন্যাসী, কলারন, ইন্দুরকানি- পিরোজপুর রুটে চলাচলকারি কয়েক হাজার মানুষ।
স্থানীয়রা জানান, খুলনার কয়রা উপজেলা থেকে শুক্রবার রাতে একটি কয়লা বোঝাই ট্রাক ইন্দুরকানি উপজেলার কচা নদী সংলগ্ন খোলপটুয়ার আরওয়ান ব্রিকসের উদ্দেশ্যে যাচ্ছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধারন ক্ষমতার অধিক কয়লা নিয়ে সেতুটি পার হওয়ায় ট্রাকটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ট্রাকটিতে আনুমানিক ১০ টনের অধিক কয়লা ছিল বলে ধারনা স্থানীয়দের। তবে দুর্ঘটনার পর ট্রাকটির চালক এবং হেলপার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্ঘটনার পর হয়তো বা তারা ট্রাক ফেলে পালিয়ে গেছেন বলে এলাকাবাসি জানান।
সেতুটির আশপাশের বাসিন্দারা জানান, কিছুদিন আগে সড়ক ও জনপথ বিভাগ এই সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ৫ টনের অধিক যানবহন নিয়ে চলাচল না করার জন্য নিষেধাজ্ঞা দিয়ে দুপাড়ে সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়ে দেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সাগর জমাদ্দার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম ও কার্য-সহকারী সুধাংশু শিকদার শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তারা সাংবাদিকদের জানান, দ্রুত সময়ের মধ্যে ভেঙে পড়া সেতুটি মেরামত করে যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইন্দুরকানি থানার ওসি মোঃ মারুফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সেতুটি দিয়ে চলাচলের ধারণ ক্ষমতার অধিক কয়লা নিয়ে ট্রাকটি পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)