রাজশাহী জেলা ও মহানগরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে তিন মাসের জন্য অথবা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
মহানগরের প্রধান সমন্বয়কারী হয়েছেন পবা উপজেলার খড়খড়ির ব্যবসায়ী মো. মোবাশ্বের আলী। জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন পবার নওহাটার বাসিন্দা মো. রাশেদুল ইসলাম, যিনি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁরা দুজনই পূর্বে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মোবাশ্বের আলী ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
অন্যদিকে রাশেদুল ইসলাম একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা উভয়েই চলতি বছরের ১৩ জানুয়ারি ঘোষিত বোয়ালিয়া মডেল থানা কমিটির প্রতিনিধি হিসেবে ছিলেন। মহানগর কমিটিতে ১৮ জন সদস্য রাখা হয়েছে। এর মধ্যে তিনজন যুগ্ম সমন্বয়কারী হলেন- আশরারুল ইমাম, সারওয়ারুল হক ও মাহফুজুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন- নাজমুল হক, ফুয়াদ সোনম, ইব্রাহীম হোসেন, মোবাশ্বের হোসেন, ফাহাবির চৌধুরী, উরশী মাহফিলা ফাতেহা, রথিন কুমার সরকার, নাহিদ আক্তার, মোফাচ্ছিরুল ইসলাম, সালাউদ্দীন, রাসেল আহমেদ, মীর মোহাম্মদ রহমতুল্লাহ, মাহফুজুর রহমান ও পরিমল চন্দ্র উরাও।
২৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটিতে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। তাঁরা হলেন- নাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, শামীমা সুলতানা, আতাউর রহমান ও ফিরোজ আলম। অন্য সদস্যরা হলেন- মিজানুর রহমান, ইমরান হাসান, অবসরপ্রাপ্ত করপোরাল সাইফুল ইসলাম, আব্দুল হালিম, মো. আবু সাঈদ, জান্নাতুল ফেরদৌস, মো. মাসুদ রানা, আব্দুল বারী, খালিদ হাসান, রাকিবুল ইসলাম, মো. ইফফাত উদ্দিন, প্রভাষক মতিউর রহমান, মনিরুল ইসলাম, ফারহানা সুলতানা, রানা হেমব্রেম, মো. মহিউদ্দিন, শান্তা ইসলাম, আসাদুজ্জামান ও মোখলেসুর রহমান।
জেলা কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম জানান, ২০১১-১৩ সালের দিকে তিনি রাজপাড়ার মহিষবাথান এলাকায় থাকতেন এবং তখন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে কোনো পদে ছিলেন না। পরে চাকরির প্রস্তুতির কারণে রাজনীতি থেকে দূরে সরে যান। বর্তমানে তিনি অস্থায়ীভাবে এই দায়িত্বে আছেন এবং আহ্বায়ক কমিটি গঠনের পর তা হস্তান্তর করবেন।
মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ইসলামী ছাত্রশিবির এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কোনো পদে না থাকলেও তিনি ওই সময় সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি বলতে পারেন কর্মী ছিলাম, আবার বলতে পারেন সমর্থক বা শুভাকাঙ্খী। তবে কোনো জায়গাতে কোনো পদে ছিলাম না। জুলাই আন্দোলনের শুরু থেকেই ছিলাম। আমরা চাই রাজনীতির সংস্কৃতি পরিবর্তন হোক। সেই স্বপ্ন থেকেই এনসিপিতে যোগ দিয়েছি।’
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)