চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদকে ঢাকার পরে চাঁদপুর সদর মডেল থানার আরেক মামলায় আসামি দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার (২২ জুন) দুপুরে তাকে জামিনের জন্য সদর আমলি আদালতে উঠালে বিচারক ইয়াসিন আরাফাত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২ জুন রাজধানীর শান্তিনগর এলাকায় মেয়ের বাসা থেকে নাছির উদ্দিন আহমেদকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। ওই দিনই ২০২৪ সালে কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়।
২০ দিন ঢাকা কারাগারে থাকার পর আজ রবিবার তাকে চাঁদপুর আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী জসিম উদ্দিন ভুঁইয়া বলেন, ৫ আগস্টের পর চাঁদপুরে দায়ের করা কোনো মামলায় তিনি এজহারভুক্ত আসামি নেই। চাঁদপুর সদর মডেল থানায় গত বছর ২০ আগস্টের ১৯ নং মামলায় তাকে আসামি দেখানো হয়। এই মামলায় বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট সন্ধ্যা ৭টায় শহরে বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার আন্দোলনে অতর্কিত হামলা, মারধর, হুমকি ও বিস্ফোরণ ঘটায়।
এই ঘটনায় গত বছর ২০ আগস্ট চাঁদপুর মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন সদর উপজেলার ঢালিরঘাট এলাকার বাসিন্দা মৃত আলী আকবর খানের ছেলে নুরুল ইসলাম খান। মামলায় ২২৪ জনকে এজহারভুক্ত এবং আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আমলি আদালতে আসামিপক্ষের অন্যান্য আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)