কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, তিনটি ৬০ মি. মি. মর্টার শেল এবং চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে বিজিবি। এ সময় দুইটি বডিসেট ফিউজ ও তিনটি অতিরিক্ত ফিউজও উদ্ধার করা হয়।
রবিবার (২২ জুন) রাতে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা যায়, বিজিবির উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ হোয়াইক্যং সীমান্তে দিয়ে অস্ত্র চোরাচালান হচ্ছে, এমন তথ্য পেয়ে ভিত্তিতে সীমান্তে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং বিওপির নায়েক নুর হোসেনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহল দল জঙ্গলের মধ্য থেকে সাদা একটি ব্যাগে মোড়ানো একটি দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান), ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি ৬০ মি.মি. মর্টার শেল এবং চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ দুইটি বডিসেট ফিউজ ও তিনটি অতিরিক্ত ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত কোন অপরাধী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
এতে আরও বলা হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা এবং মর্টার শেল ও আর্জেস হ্যান্ড গ্রেনেড ধ্বংসের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাসহ অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)