কুমিল্লায় খেলনা পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (২২ জুন) জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার সংলগ্ন দক্ষিণ রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
অভিযানে তাদের কাছ থেকে তিনটি দা, দুটি বড় ছুরি, দুটি ছোট ছুরি, দুটি নকল পিস্তল, ৪টি ওয়াকিটকি সেট, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকরা হলেন সদর দক্ষিণ উপজেলার হারুনুর রশিদের ছেলে মো. রাসেল ও ছোবহান মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ।
যৌথবাহিনীর সূত্র জানায়, তারা এই নকল পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করতো।
ওসি রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রাসেলের নামে তিনটি এবং শরীফের নামে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)