সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বেতিল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরের দিকে সদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল বাজার এলাকায় অবস্থিত পরিপাটি এ ভবনটি পরিদর্শন এসে সেবার মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় ভূমি অফিসের অবকাঠামো, পরিস্কার পরিচ্ছন্নতা এবং অন্যান্য বিষয় দেখে জেলা প্রশাসক বলেন, জেলার যতগুলো ভূমি অফিস আমি পরিদর্শন করেছি তার মধ্যে বেতিল ইউনিয়ন ভূমি অফিস সবচেয়ে সুন্দর এবং গোছানো। পরিদর্শনকালে জেলা প্রশাসক, সেবা প্রার্থীদেরকে দ্রুততম সময়ের মধ্যে ভূমি সেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন রেজিস্ট্রারসমূহ নিয়মিত হালনাগাদ করার নির্দেশনা প্রদান করেন।
পরে জেলা প্রশাসকের আগমনের স্মৃতি ধরে রাখতে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার স্মারক হিসেবে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন।
এর আগে এনায়েতপুর থানা পুলিশের কার্যক্রম ও সার্বিক বিষয়ে খোজ খবর জেলা প্রশাসক নজরুল ইসলাম। এ সময়ে থানায় বিশুদ্ধ পানির অপ্রতুলতার বিষয় উল্লেখ করলে তাতক্ষণিকভাবে সমাধানের জন্য ইউএনও চৌহালীকে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)