উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত পাঁচ দিন ধরে লাগাতার বাড়ছে। এতে জেলার তীরবর্তী বিভিন্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ২১ সেন্টিমিটার এবং শহর রক্ষা হার্ড পয়েন্টে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে।
এতে জেলার সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের অনেক গ্রামের ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ অংশে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার সকাল ৬টায় শহর রক্ষা হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ২৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২০ মিটার, যা বিপৎসীমার ২৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুটি পয়েন্টে গত পাঁচ দিন ধরে পানি বৃদ্ধি পেয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, যমুনার পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, বন্যার শঙ্কা নেই। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে নদীভাঙন রোধ এবং বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)