চট্টগ্রাম নগরীর খুলশী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. দেলোয়ার ওরফে বাবুলকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল বুধবার রাতে নগরীর ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার (৪৫) কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর বাজার এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলশী থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. দেলোয়ার ওই এলাকায় অবস্থান করছেন। পরে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ওই মামলার এজাহারনামীয় আসামি বলে স্বীকার করেছে। গ্রেপ্তারের পর তাকে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)