সিরাজগঞ্জ ও কাজীপুর পয়েন্টে দ্রুতগতিতে বাড়ছে যমুনা নদীর পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কাজীপুর পয়েন্টে পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ পয়েন্টে ৪৪ সেন্টিমিটার। সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৯৯ সেঃমিঃ নিচে অবস্থান করছে। কাজিপুর পয়েন্টে ২১২ সেঃমিঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, ভারি বর্ষন ও পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি স্বাভাবিকভাবেই বাড়ছে। তবে এখনো কোনো স্থানে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নিয়মিত আপডেট প্রদান করছি। তিনি আরো জানান, নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেলেও বর্তমানে বন্যার আশঙ্কা নেই। তবে যদি এই প্রবণতা আরো কয়েকদিন অব্যাহত থাকে, তাহলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। অন্যদিকে, যমুনার পানি বাড়ায় নদী নিম্নাঞ্চলের কিছু কিছু অংশ প্লাবিত হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)