সারা দেশের মতো বগুড়ার শেরপুর উপজেলাতেও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। উপজেলার ৪টি কেন্দ্রে মোট ৩,১১৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ১,৭৩০ জন এবং ছাত্রী ১,৩৮৯ জন।
পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন মোট ৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম। তারা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা এবং উপস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন।
প্রথম দিন এইচএসসি পরিক্ষা শুরুর পূর্বে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সীটপ্লান খুজে পেতে সাহায্য করে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)