বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার এ অনুষ্ঠানে ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪’ এর জন্য ৭ টি শ্রেণিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক পর্যায়ে সৃজিত ছাদ বাগান শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছেন নাটোর জেলা প্রশাসক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার হাত থেকে জেলা প্রশাসক নাটোরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উল্লেখ্য, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর-এর প্রশাসনিক ভবনের ছাদ ও চত্বরের সৌন্দর্যবৃদ্ধি ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রয়াস হিসেবে বিজ্ঞানভিত্তিক মডেল অনুসরণ করে ‘পুষ্পমঞ্জরি’ ছাদ বাগানটি প্রতিষ্ঠা করা হয়। এই ছাদবাগানে ৯ প্রজাতির বনজ, ৪৫ প্রজাতির ফলদ, ২১ প্রজাতির ভেষজ, ২৬ প্রজাতির শোভাবর্ধনকারী, ৭ প্রজাতির দেশিয় বিলুপ্তপ্রায়, ৭ প্রজাতির বিরল এবং ১১ প্রজাতির সবজি ও অন্যান্য বৃক্ষ রোপণ করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)