সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহি বাসে অভিযান চালিয়ে ১শ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১২ সদস্যরা। রবিবার দিবাগত রাত ২ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়িয়া এলাকার ফুড সিটি ইন হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামি, রাজশাহী গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের মৃত বিজয় কর্মকারের ছেলে শ্রী সুমন কর্মকার (৩৫) ও একই গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে মামুন দুলাল (৩৪)।
র্যাব-১২ মিডিয়া অফিসার উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাত ২ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চড়িয়া এলাকার ফুড সিটি ইন হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রাজশাহী- ঢাকাগামী একটি বাসে অভিযান পরিচালনা করে ১শ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় নগদ ২২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)