প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৭:২৭ পি.এম
কাজিপুরে নবজাগরণী ক্রীড়া সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কাজিপুর (সিরাচগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) সকালে উপজেলার সোনামুখীতে নবজাগরণী ক্রীড়া সংঘের উদ্যোগে চক্ষু শিবির উদ্বোধন করেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নবজাগরণী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবু তালেব।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে নবজাগরণী ক্রীড়া সংঘ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সকল স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানাই তারা সর্বক্ষণ এই ভালো কাজ গুলোকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে করে থাকে।
গাক চক্ষু হাসপাতালের প্রতিনিধি দল রোগীদের চোখের বিভিন্ন সমস্যা যেমন- ছানি, চোখের ইনফেকশন, দূরদৃষ্টি ইত্যাদি বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন ও পরামর্শ দেন। যাদের ছানি পড়েছে তাদেরকে বগুড়ায় গাক চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানানো হয়।
চক্ষু শিবিরে সহযোগিতা করেন নবজাগরণী ক্রীড়া সংঘের সকল স্বেচ্ছাসেবীবৃন্দ। দিনব্যাপি এই কার্যক্রম সাধারণ মানুষের স্বতঃস্ফর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)