এএফসি উইমেন’স এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। রবিবার ইয়াংগুনে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নিয়ে মাঠে আধিপত্য বিস্তার করে পিটার জেমস বাটলারের দল।
খেলার শুরু থেকেই আগ্রাসী মেজাজে নামে বাংলাদেশ। প্রথম মিনিটেই দূরপাল্লার শটে গোলের আভাস দেন ঋতুপর্ণা চাকমা। দশম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের চিপ শটে এগিয়ে যায় লাল-সবুজের দল। এরপর ১৫তম মিনিটে বাম পায়ের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা।
এরপরও থেমে থাকেনি বাংলাদেশের গোল উৎসব। ৪০তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে কোহাতি কিসকু গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও দুটি গোল করেন তহুরা খাতুন। এর মধ্যে একটি ছিল দূরপাল্লার শট, অন্যটি শামসুন্নাহারের কাটব্যাকে নিখুঁত ফিনিশিং।
ম্যাচের প্রথমার্ধে মনিকা, মারিয়া ও শামসুন্নাহার জুনিয়র আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো গোলে পরিণত হয়নি। অন্যদিকে গোলকিপার রুপনা চাকমার জন্য প্রথমার্ধটি ছিল অনেকটাই অলস, তবে ৩৭তম মিনিটে সতর্ক থেকে বক্সের বাইরে এসে বিপদমুক্ত করেন তিনি।
প্রথম ৪৫ মিনিটেই বাহরাইনের রক্ষণ ভেঙে পাঁচ গোল করে এএফসি উইমেন'স এশিয়ান কাপ বাছাইয়ে শক্ত অবস্থান নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
প্রকাশক: সোহেল রানা II সম্পাদক: আব্দুস সামাদ সায়েম II অফিস: দ্য পিপলস্ নিউজ টুয়েন্টিফোর ডট কম বাজার স্টেশন, রেলওয়ে কলোনী,সিরাজগঞ্জ II মোবা: ০১৭১২-৪০৭২৮২,০১৭১১-১১৬২৫৭ II ই-মেইল thepeoplesnews24@gmail.com II
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)